ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার মাথাভাঙ্গা নদীর কোল ঘেঁষে পুলিশ সুপারের কার্যালয়, চুয়াডাঙ্গার পশ্চিমে অত্যন্ত নান্দনিক মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে পুলিশ পার্ক। সর্বসাধারণের অন্যতম বিনোদন কেন্দ্র এই পুলিশ পার্ক। শহরের কোলাহলমুক্ত প্রাকৃতিক পরিবেশে একটু প্রশান্তির খোঁজে প্রতিদিন চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ছুটে আসে পুলিশ পার্কে। শিশু থেকে বয়স্ক সকলের উপযোগী করে তৈরী করা হয়েছে এ পার্কটি। পার্কের দুই ধারে রয়েছে দৃষ্টিনন্দন রাস্তা, দর্শনার্থীর বিশ্রামের জন্য তাপনিরোধক টিন দিয়ে তৈরি সুন্দর সুন্দর শেড। এখানে জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানে করার জন্য রয়েছে সু-বিশাল জায়গা এবং সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা। পুলিশ পার্কের মধ্যেই রয়েছে কমিউনিটি সেন্টার। উক্ত কমিউনিটি সেন্টারে রয়েছে ওয়েডিং পার্টি, সাংস্কৃতিক অনুষ্ঠান, এজিএমসহ মিটিংয়ের জন্য মনোরম পরিবেশ। পুলিশ পার্কে রয়েছে অসংখ্য রাইড তন্মধ্যে বেবি কর্ণার, মিনি ট্রেন, নাগরদোলা, দোলনা ও মাথাভাঙ্গা নদীতে নৌকা ভ্রমণ অন্যতম। সম্পূর্ণ ফ্রি তে প্রাকৃতিক পরিবেশে হরিণ, বানর, খরগোশ ও বিভিন্ন প্রজাতির পাখি ও বিভিন্ন প্রজাতির মাছ দেখার সুযোগ।