চট্টগ্রামের বাঁশখালীতে খেলনা নিয়ে বাচ্চাদের সাথে খেলতে গিয়ে পুকুরে ডুবে মাহবুবা জান্নাত (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৪ ডিসেম্বর) সকাল মাড়ে ১০টার সময় বাঁশখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড মিয়ার বাজার এলাকার মাওলানা ওসমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মারা যাওয়া শিশু মাহবুবা জান্নাত ওই এলাকার জয়নাল আলমের কন্যা। তার পিতা বাঁশখালী সুপার সার্ভিসের এ্যসিস্টেন্স।
নিহত শিশুর মামা মো. রহমত উল্লাহ্ জানান, ‘আমার ভাগিনী মাহবুবা জান্নাত বাড়ির পাশে আঙ্গিনায় বাচ্চাদের সাথে খেলনা নিয়ে খেলছে। একপর্যায়ে সবার অগৌচরে সে পড়ে যায় বাড়ির পাশে তাদের ব্যবহারের পুকুরে। মেয়ের ছোট চাচা তাকে পুকুরে ডুবন্ত অবস্থায় দেখলে স্থানীয়রা তাকে পুকুর থেকে উদ্ধার করে। পরে তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেকে নিয়ে যায়।’
বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেকের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।