মৌলভীবাজার জেলার দু’জন অতিরিক্ত পুলিশ সুপারকে বদলীজনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে শ্রীমঙ্গলের জাগছড়া চা বাগান মাঠে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) জিয়াউর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার(কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর এঁর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ।
উক্ত অনুষ্ঠানে বিদায়ী দুজন অতিরিক্ত পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক এবং উপহার তুলে দেন জেলা পুলিশ সুপার।
অনুষ্ঠানে দুই বিদায়ী পুলিশ কর্মকর্তা তাদের বক্তব্যে এই জেলায় তাদের কাজের অভিজ্ঞতা এবং স্মৃতিচারণ করেন।
জেলার অন্যান্য কর্মকর্তাগণ দুই বিদায়ী সহকর্মীর সাথে তাদের কাজের অভিজ্ঞতা শেয়ার করেন। সবাই তাদের নতুন কর্মস্থলে নতুন কর্মজীবনের জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি)মোহাম্মদ মোহসীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার(শ্রীমঙ্গল সার্কেল) শহীদুল হক মুন্সী এবং সকল থানা ও ইউনিটের অফিসার ইনচার্জগণ।
এ জাতীয় আরো খবর ....