বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন নড়াইল জেলা প্রতিনিধি সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
(৩ ডিসেম্বর) শনিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিনিধি সম্মেলন হয়।সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক, মোঃ আসিফুজ্জামান ( হিরক) । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস। মান্যবর অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য ব খোকন সাহা, প্রধান বক্তা, বাংলাদেশে ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মুন্না।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বায় এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস, এম ফরিদ রানা, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ কাদের মোল্যা,বাংলাদেশ ইউনিয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এনামুল হক।অনুষ্ঠানটু সঞ্চালনা করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপ কৃষি বিষয়ক সম্পাদক আক্তার মোল্যা। জেলার ৩ টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের মেম্বার ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ইউপি সদস্যবৃন্দ তাদের ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নানাবিধ কর্মসূচির উদ্যোগ গ্রহন করেন। সেই সাথে অবহেলিত মেম্বারগণ তাদের বিভিন্ন সমস্যার বিষয় বক্তব্যে তুলে ধরেন৷