নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে সাগতম বৈরাগী (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) রাতে সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের শোলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাগতম বৈরাগী ওই গ্রামের খোকন বৈরাগীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১ টার দিকে শোলপুর দক্ষিণপাড়ায় বিশ^কাপ ফুটবল খেলা দেখার আগে সময় কাটানোর জন্য তাস খেলা নিয়ে বন্ধু পিন্টু বিশ্বাসের সাথে বাকবিতন্ডতা ও হাতাহাতি হয় সাগতম বৈরাগীর। একপর্যায়ে সাগতমকে ছুরি দিয়ে আঘাত করে পিন্টু। আঘাত করে সাথে সাথে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পিন্টু। পরে স্থানীয়রা গুরুতর আহত সাগতমকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, এ ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয় নি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।