1. admin@crimenews24.net : cn24 :
  2. zpsakib@gmail.com : cnews24 :
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১২:২৭ পূর্বাহ্ন

আলমডাঙ্গার গোবিন্দপুর মাঠ পাড়ায় ৫ দিনব্যাপী মনসাপালার ১২ তম গানের অনুষ্ঠানের সমাপনী 

আলমডাঙ্গায় অফিসঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৩৯ বার নিউজটি পড়া হয়েছে

আলমডাঙ্গার গোবিন্দপুর মাঠ পাড়ায় ৫ দিনব্যাপী মনসাপালার ১২ তম গানের অনুষ্ঠানের শেষ হয়েছে। ২রা ডিসেম্বর শুক্রবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক ও বিশিষ্ট ঠিকাদার আহসান উল্লাহ,ইলিয়াস হোসেন, পৌরসভার ১ নং ওয়ার্ড কমিশনার আলাল উদ্দিন, শিক্ষক ও কবি এম জামিরুল ইসলাম খান জামিলসহ স্থানীয় সুধীজন।উল্লেখ্য গত  ২৭ নভেম্বর রাত ৮টার দিকে এ গানের শুভ উদ্বোধন করেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু। পালা গানটি শুরু হয়ে শেষ হল ২রা ডিসেম্বর শুক্রবার। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক, ১ নং ওয়ার্ড কাউন্সিলর আলাল উদ্দিন, তদন্ত ওসি আব্দুল আলীম। নাসিমা খাতুনের আয়োজনে কুষ্টিয়ার আল্লার দরগার হানিফ ও তার দলবল নিয়ে পরিবেশন করছেন এ পালা গান। এ গানে বাহাদুর,পলাশ,দুর্জয়, মেহেদী, উজ্জ্বল, শফি,আলা উদ্দিন,সাইদ,ইসলাম,নিজামতসহ বেশ কয়েকজন মিলে বিভিন্ন ধরনের অভিনয় করে জনগণদের আনন্দ দেন। এ গানে শত শত নারী পুরুষ দেখতে ভীড় লক্ষ্য করা গেছে।

সার্বিক তত্ত্বাবধানে আশরাফুল আলম।সহযোগিতা করেছেন। সোহেল,মালেক,খোদা বক্স,রবিউল, মোমিন,তপন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2022 crimenews24.net
Design & Developed By : Anamul Rasel