আলোর দিশারী সামাজিক সংগঠনের উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল ৪টায় কালীঘাট চা বাগানের বাজার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট
এর উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মো. লিটন আহমেদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, কালীঘাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য রঞ্জিত কালোয়ার, কালীঘাট চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি অবাধ তাঁতী।
উদ্বোধনী টুর্নামেন্টে অংশ নেন ভাড়াউড়া চা বাগান স্পোর্টিং ক্লাব এবং বিবিসি বর্মাছড়া স্পোর্টিং ক্লাব।