দিনাজপুরের নবাবগঞ্জে একটি গভীর নলকূপ থেকে ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৯ নভেম্বর মঙ্গলবার দিনগত রাতে উপজেলার দলার দরগা বাজারের দক্ষিন দিকের মাঠে। গভীর নলকূপটির মালিক
উপজেলার শালখুরিয়া ইউনিয়নের বেড়ামালিয়া গ্রামের আঃ মান্নান খন্দকার। গভীর নলকূপটি দেখভাল করা তসলিম উদ্দীন জানান গত মঙ্গলবার দিনগত রাত ২টার পর যে কোন সময় চোরেরা গভীর নলকূপটির বৈদ্যতিক সংযোগের ৩টি ট্রান্সফরমার খুঁটি থেকে নামিয়ে ট্রান্সফরামের ভিতরের কয়েল এবং ওয়েল চুরি করে নিয়ে যায়।