দিনাজপুরের নবাবগঞ্জ শেখ রাসেল জাতীয় উদ্যানের ভিতরে ঐতিহাসিক আশুড়ার বিলের জমি রক্ষার দাবিতে আবারো আন্দোলন শুরু করেছে ভূক্তভোগীর।বুধবার ৩০ নভেম্বর বিলের ধারে বিরামপুর ও নবাবগঞ্জ আশুড়ার
বিলের ভূক্তভোগী ধানচাষী ও ভূমি রক্ষা কমিটি বৃন্দের অংশ গ্রহনে শান্তিপূর্ণ
আন্দোলনের ব্যানারে তারা গণজমায়েত কর্মসূচী পালন করেছে।আশুড়ার বিলের
কৃষি জমিতে খনন কাজ মানিনা এবং সাবেক ড্রেন খনন কাজের সংস্কারের
দাবিতে তারা ওই কর্মসূচী পালন করে। জানা যায় সম্প্রতি সরকারি ভাবে জাতীয় উদ্যানের আশুড়ার বিলের পুরাতন খাল প্রশস্ত করার লক্ষ্যে মাপযোগ করা হয়।নতুন মাপের মধ্যে আবাদী জমি পড়ায় তা রক্ষার দাবিতে তারা ঔ কর্মসূচী পালন করে।