মৌলভীবাজারে হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ কার্যক্রম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৩০ নভেম্বর) সকাল ১০ টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা কার্যালয়ের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে এবং ফিল্ড অফিসার হাফিজ ইয়াহিয়া আহমদ চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ শাহীনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হক এবং ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার সদরের ফিল্ড সুপারভাইজার জুলফিকার আলী বাবুল।
সেমিনারে অংশগ্রহণকারী ইমাম, খতিব এবং শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতিন খান এবং মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাও. শাহ আলম।
সেমিনারে হাওর এলাকার বিভিন্ন মসজিদ এবং স্কুলের ১০০ জন ( একশত) ইমাম, খতিব এবং শিক্ষক অংশগ্রহণ করেন।
এ জাতীয় আরো খবর ....