চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর এলাকা মোমিনপাড়ার মৃত নৈমুদ্দিন বিশ্বাসের ছেলে বীর মুক্তিযোদ্ধা ও অবসপ্রাপ্ত উপজেলা সহকারি শিক্ষা অফিসার, চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক গৌড় বাংলা পত্রিকার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদের পিতা আব্দুল লতিফ(৭২) গত বুধবার রাত ৮.৪০মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রজিউন)। তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও বহু আত্মীয়স্বজন
রেখে যান। তাঁর মৃত্যুতে নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাগণ, নাচোল উপজেলার সকল সাংবাদিকবৃন্দ গভীর শোক জ্ঞাপণ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। গতকাল
বৃহস্পতিবার দুপুর ১.৪৫মিনিটে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও নাচোল থানাপুলিশ মৃতের কফিন জাতীয় পতাকা দিয়ে ঢেকে রাস্ট্রীয় সম্মান জানান। এদিন দুপুর ২টায় নাচোল সরকারি ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে মোমিনপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মরহুমের জানাজায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা অওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের,
পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষিক মোজাম্মেল হক মন্টু, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় সাংবাদিকগণসহ এলাকার সুধীজন উপজেলা ছিলেন।