চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীরের নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ)শামীম রেজা, এসআই(নিঃ)তারিফুজ্জামান, এএসআই(নিঃ)মোঃ তুহিন হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন ঝাঁঝাডাঙ্গা মাঠপাড়া গ্রামস্থ মোঃ মুকুল হোসেনের মুদি দোকানের সামনে থেকে ৩০ নভেম্বর বুধবার রাত আনুমানিক ৮ টা ১০ মিনিটের সময় এক’শ দশ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ লাবু ওরফে বাবু( ৩২) কে আটক করে এসময় তার পরিহিত প্যান্টের ডান পকেট তল্লাশি করে দর্শনা থানা পুলিশ সাক্ষীগনের সামনে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটককৃত আসামি দর্শনা থানার নাস্তিপুর মাঠ পাড়ার মোঃ আজগর আলীর ছেলে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
এ জাতীয় আরো খবর ....