কাঁটাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে চুরি-অভিযোগের তীর নৈশ্যপহরীর দিকে।
আলমডাঙ্গা কাঁটাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে গত মঙ্গলবার রাত্রি বেলা চুরি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ড়্রয়ার ভেঙ্গে ও অন্যান্য সহকারী শিক্ষকদের ড্রয়ার থেকে মোট ৬০ হাজার টাকা চুরি হয়েছে বলে জানা গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল মান্নান বিদ্যালয়ের পঠন পাঠন শেষে দাপ্তরিক ও নৈশ্যপোহরীকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে যান।পরের দিন বিদ্যালয় শুরু পর্যন্ত নৈশ্যপহরী দায়িত্ব থাকে।
জানা গেছে কাটাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ্যপহরীর ছেলে জুয়েল মঙ্গলবার রাত্রি বন্ধুদের বিয়ে তার জন্মদিন উৎযাপন করেছেন। রাত্রি ১ টা পর্যন্ত এই জন্মদিন অনুষ্ঠান করেছেন।একই দিনে এই চুরির বিষয়টি সাধারণ মানুষের মাঝে প্রশ্নের দানা বেধেছে।
বুধবার বেলা ১১ টার সময় আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারি উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত করে দেখেন।এব্যাপারে থানায় জিডি করেছে বলে জানা গেছে।
এ জাতীয় আরো খবর ....