৩০ নভেম্বর বুধবার চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের নিয়ে মাঠ দিবস কর্মসূচি পালিত হয়।
চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
উক্ত আয়োজনকে ঘিরে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক বলেন আমাদের সকলকে বসতবাড়ির
আঙ্গিনায়, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের চাষযোগ্য অকৃষি জমিকে চাষের আওতায় আনতে হবে। একই সাথে অহেতুক চাষ যোগ্য কোন জমি নষ্ট করা যাবেনা বাড়ির আঙ্গিনা ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের আঙ্গিনায় যতটুকু জায়গা থাকবে তার মধ্যেই
প্রয়োজনীয় খাদ্য শস্য উৎপাদনে আগ্রহী হতে হবে।
এ জাতীয় আরো খবর ....