1. admin@crimenews24.net : cn24 :
  2. zpsakib@gmail.com : cnews24 :
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভিডিও গ্রাফি প্রতিযোগিতায় বিশেষ পুরষ্কারে ভূষিত হয়েছেন নড়াইলের সৌরভ সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর অভিযানে ৬১ কেজি গাঁজাসহ আটক ৪ ১৯৭১ থেকে ১৯৭৫ সালের সময়ে আওয়ামী লীগ বধ্যভূমি তৈরি করেছিল: টুকু সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলা এবং ডিসি কর্তৃক গালাগাল করার প্রতিবাদে মানববন্ধন নিজের চেহারা একবার আয়না দিয়ে দেখুন: মৌলভীবাজারে জামায়াতের আমীর শ্রীমঙ্গলে শিশু ধর্ষণ মামলায় আটক ২ তানোরে দ্বিতীয় স্ত্রীর প্রতারণায় প্রথম স্ত্রী নিঃস্ব সিরাজগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে সড়ক ও জনপদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ রাজশাহীতে হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক- ৮ সাতক্ষীরা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ ও প্রতিবাদ সভা

যশোর শিক্ষা বোর্ডের যে এসএমএস এ আবারো কাঁদলেন রহস্যজনকভাবে মৃত্যু হওয়া তমালের,বাবা -মা!!

আলমডাঙ্গা অফিসঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১০০ বার নিউজটি পড়া হয়েছে
গতকাল ২৮ এ নভেম্বর সারাদেশে একযোগে প্রকাশিত হলো এসএসসি/সমমানের পরীক্ষার্থীদের ফলাফল। গতকাল ১১ঃ৫৩ মিনিটে তমালের বাবার সেল ফোনে যশোর শিক্ষা বোর্ড থেকে একটি এসএমএস আসে, যেখানে লেখা ছিলো মোঃ জুয়েল রানা তমাল, রোল নং-১০২৮৯৯
তোমার এস এস সি ২০২২ রেজাল্ট  এবসেন্ট। কারন তমাল এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগই পায়নি। শান্ত স্বভাবের ছেলে তমালের গত ১৩ ই জুন ২০২২,সোমবারে (রহস্যজনকভাবে মৃত্যুর পর) তার লাশ পাওয়া যায়। পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
 এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সকল শিক্ষার্থী যেখানে স্বপ্ন দেখছে  নব দিগন্তে যাত্রার, কলেজ জীবনের শুভ সূচনার, সেখানে তমালের পরিবার আজও তাকিয়ে আছে সুষ্ঠু বিচারের দিকে।এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বন্ধুরা বলে তমাল বেঁচে থাকলে আমরা একসাথে কলেজে  ভর্তি হতাম।
জুয়েল রানা তামাল, থানা পাড়া নিবাসী  মাসুদ রানা তুহিনের ছেলে, এ বছর ssc পরীক্ষা দেওয়ার কথা ছিলো আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে। বিজ্ঞান বিভাগের ছাত্র তমাল, শিক্ষক ও বন্ধুদের কাছে ভালো ছাত্র হিসেবে পরিচিত ছিলো।
 যশোর শিক্ষা বোর্ড থেকে এসএমএস পাওয়ার পর থেকেই, তমালে বাবা আলমডাঙ্গার আলিফ উদ্দিন রোডস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসেই ছেলের জ্ন্য গুমড়ে গুমড়ে কাঁদতে থাকে। বিষয়টি পথচারীদের দৃষ্টিগোচর হলে, সবাই তার দোকানে ভীড় করে এবং এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে।
অশ্রু সজল চোখে আজও নীরবে নিভৃতে কাঁদে তমালের বাবা-মা। এক বুক স্বপ্ন  নিয়ে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের যে আশার মিনার গড়েছিল তা  নিঃষ্প্রদীপ হয়ে গেল হায়নার ছোবলে। তমালের পরিবারের বাঁধ ভাঙা উচ্ছ্বাস থেমে গেছে অমানিশার ঘর অন্ধকারে, আজ শুধু অশ্রু সিক্ত নয়নে চাতকের মত চেয়ে আছে তামালের খুনিদের ও খুনের রহস্য উৎঘাটন কবে হবে! বিস্ময় হতবাক তার পরিবার, প্রতিবেশী আত্মীয়-স্বজনেরা যে ছেলেটিকে সকাল ৮টায় আলমডাঙ্গা শহরে দেখা গেল, কিভাবে লাশ হয়ে  পড়ে থাকলো (সকাল ৯ টা ১১ মিনিটে) মাত্র ১ঘণ্টা১১মিনিটের ব্যবধানে ৩২ কিঃমিঃ দূরত্বে কুষ্টিয়ার কাটায় খানার মোড়ের সমবায় মার্কেটের সামনে? মরতেই যদি হবেই, আত্মহত্যা যদি করবে, তাহলে নিজে এলাকায় আত্মহত্যা করতে পারত, পার্শ্ববর্তী জেলায়  কেন তার লাশ পাওয়া গেল?তাহলে কি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড? এই ধরনের নানা প্রশ্ন আজ ঘুরপাক খাচ্ছে তামালের পরিচিত পরি মন্ডলে। এ রহস্যের ধ্রুমজাল কবে উন্মোচিত হবে কেউ জানে না! জুয়েল রানা তমালের বাবা আওয়ামীলীগ নেতা তুহিন বাদী হয়ে ২১/০৬/২০২২ তারিখে  কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে, মামলা নং-৪৪, দীর্ঘ কয়েক মাস পেরিয়ে গেলেও কোন কূলকিনারা না হওয়ায়, বর্তমানে মামলাটি কুষ্টিয়া পি বি আই অফিসার ওসি রবিউল ইসলামের কাছে তদন্তাধীন রয়েছে। রহস্যের জাল ভেদ করে হত্যা মামলাটি নিশ্চয়ই একদিন আলোর মুখ দেখবে এমনটাই আশা করেন তমালের বাবা-মা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2022 crimenews24.net
Design & Developed By : Anamul Rasel