রাজশাহী জেলার চারঘাট উপজেলার বেলঘরিয়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়
। গত ২২ নভেম্বর ২২ইং তারিখে স্কুলের হল রুমে ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান হয়। উক্ত নির্বাচনে ৪ জন পুরুষ ও একজন নারি মোট ৫ জন সদস্য জয়লাভ করেন। পরে তা আইনানুসারে ফলাফল কপি চারঘাট উপজেলার ইউএনও অফিসে জমা দেন প্রধান শিক্ষক।
এ বিষয়ে অভিভাবকগন বলেন, আমরা নিজের ভোট নিজে দিতে পারায় খুশি। আশা রাখি এ নিয়ম ধরে রাখতে পারলে স্কুলের উন্নয়ন করা সম্ভব এবং মারা মারি ধরা ধরি ও রক্তখয়ী সংঘর্ষ থেকে বেরিয়ে আসতে পারবে। অন্যথায় পকেট কমিটি করলে প্রতিষ্ঠানে দন্দ ফ্যাসাদ লেগেই থাকবে। তাতে স্কুলের শিক্ষার্থীদের পড়া শুনারও ব্যাঘাত ঘটায়।
এ ব্যপারে স্কুলের শিক্ষকগন বলেন, সুষ্ট আমরা নির্বাচন দিতে পারায় আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি। আশা করছি এ ধারা অব্যগত থাকবে ইনশাআল্লাহ।