র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ইং ২৯/১১/২০২২ তারিখ ৩ টা ৩০ মিনিটের সময় র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন সিটি কলেজপাড়া এলাকায় একজন ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উল্লেখিত স্থানে একই তারিখ ৩ টা ৪০ মিনিটের সময় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ ছিদ্দিকুর রহমান (৪৫), পিতা- মৃত- আশ্রাব আলী, মাতা- মৃত রওশন আরা বেগম, সাং- আঙ্গারিয়া, রাজাপুর, থানা-রাজাপুর, জেলাঃ ঝালকাঠি’কে হাতে নাতে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত আসামী’কে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী কালে তাহার নিকট হতে ৫৯৫ (পাঁচশত পঁচানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। জানা যায় গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ ঝালকাঠি হতে যশোরে আসিয়া যশোরের বিভিন্ন স্থানে অবস্থান করিয়া ইয়াবা ট্যাবলেট সরবরাহ করিয়া আসিতেছে। এছাড়াও উক্ত আসামী গত ইং ১৭/০১/২০২২ তারিখে ইয়াবা ক্রয়-বিক্রয় কালে ইয়াবা সহ চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) এর কোতয়ালী থানা পুলিশ কর্তৃক গ্রেফতার হয়েছিল।
উদ্ধারকৃত আলামত সহ আসামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানার নিকট হস্তান্তর করতঃ ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ১০ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।