‘বিট পুলিশিং বাড়ি-বাড়ি,
নিরাপদ সমাজ গড়ি।’
এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা পুলিশের ৫৩ (তেপ্পান্ন) টি বিটের অফিসারদের সাথে চুয়াডাঙ্গা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৯ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে পুলিশ পার্ক লেন কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
মতবিনিময় সভায় পুলিশ সুপার বিট পুলিশিংয়ের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রায়োগিক গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। তিনি বিট অফিসারদের নিজ নিজ এলাকায় মাদক, জুয়া, ইভটিজিং, কিশোর অপরাধ, বাল্যবিবাহ ও নারী নির্যাতনের বিরুদ্ধে কাজ করতে আহ্বান জানান। পাশাপাশি, তিনি জননিরাপত্তা ও জনশৃঙ্খলায় সকল বিট অফিসারকে সদা তৎপর থাকার জন্য বলেন। এসময় বিট পুলিশিং সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সঠিক জবাব এবং বিট পুলিশিং রেজিস্টারসমূহ যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করার জন্য চার জন বিট অফিসারকে পুলিশ সুপার পুরস্কৃত করেন।
উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন আনিসুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ মুন্না বিশ্বাস সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), মোঃ আলমগীর কবীর ডিআইও(১) জেলা বিশেষ শাখা, শেখ সফিকুর রহমান অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।