ঢাকার কেরানীগঞ্জে ভাসুরের
কু-লালসা ও নির্যাতন থেকে রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী নারী। মঙ্গলবার বিকেল ৩টায় কেরানীগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী নুপুর রানী মন্ডল লিখিত বক্তব্যে জানান, দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা কাচারী পাড়া এলাকায় আমার মৃত স্বামী সুভাস চন্দ্র মন্ডল এর সম্পত্তি আত্মসাৎ এর জন্য ভাসুর গোবিন্দ চন্দ্র মন্ডল আমার ও আমার সন্তানকে নানাভাবে নির্যাতন করেন। এক পর্যায়ে আমার ভাসুর আমার উপর কুদৃষ্টি দেয়। সে আমাকে নানাভাবে যৌন হয়রানি করতে থাকে। এক পর্যায়ে সে আমাকে কুপ্রস্তাব দেয়। তার প্রস্তাবে আমি রাজি না হওয়ায় সে আমাকে ও আমার একমাত্র সন্তানকে নির্যাতন করে আমার স্বামীর বসতভিটা থেকে জোরপূর্বক বের করে দেয়।বর্তমানে আমি কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়ায় আমার বাপের বাড়িতে আশ্রয় নিয়েছি। আমি এসব ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আমার ভাসুর গোবিন্দ চন্দ্র মন্ডল এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করি। সে মামলায় তিনি গ্রেফতার হয়ে কিছুদিন জেল খেটেছেন। জেল থেকে বের হয়ে তিনি আবার আমাকে হত্যার হুমকি দিচ্ছে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভুক্তভোগী নারী নুপুর মন্ডলের একমাত্র সন্তান ষষ্ঠ শ্রেণির ছাত্র শান্ত মন্ডল ও ভাই শিশির মিত্র।