গোয়াইনঘাটে করোনাকালীন মৃত ব্যক্তিদের দাফন-কাফনে অগ্রণী ভূমিকা পালন করায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছকে স্মৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করে ইসলামিক ফাউন্ডেশন গোয়াইনঘাট উপজেলা শাখা।
২৯ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ১১টায় ইসলামিক ফাউন্ডেশন গোয়াইনঘাট শাখা কার্যালয়ে, উপজেলার ফিল্ড সুপারভাইজার মুফতী আব্দুল আজিজ এই সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
তিনি বলেন, করোনাকালীন আমি পার্শ্ববর্তী উপজেলা কোম্পানীগঞ্জে ছিলাম, কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছের কাজের তৎপরতা দেখেছি। তিনি নিজে তার টিমকে নিয়ে করোনাক্রান্তে মৃত ব্যক্তিদের গোসল করিয়ে কাফন পরিয়ে নিজে জানাজার নামাজের ইমামতি করেছেন, দাফন কাজ সম্পন্ন করেছেন। আমি তাঁর কাজের তৎপরতা দেখে মুগ্ধ হয়েছি। এই সম্মাননা ক্রেস্ট স্মৃতিস্বরূপ দিয়েছি, ভালো কাজের মূল্য শোধ করা সম্ভব না, তবুও বৈশ্বিক মহামারীতেও দেশের ও দশের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করায় ছোট এই সম্মাননা দেওয়ার আয়োজন করি।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কেয়ারটেকার মাওলানা সালেহ আহমদ, সহকারী কেয়ারটেকার মাওলানা ফরিদ উদ্দিন কয়েস ও ফয়েজ আহমেদ, মাওলানা নাজমুল আলম, মাওলানা আবুল হাসানাত ও সাংবাদিক আবু তালহা তোফায়েল প্রমুখ।
এ জাতীয় আরো খবর ....