আলমডাঙ্গায় প্রায় দুই যুগ ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ- আপোষ- মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি
খন্দকার শাহ্ আলম মন্টুঃ
আপডেট টাইম :
সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
৮৭
বার নিউজটি পড়া হয়েছে
প্রায় দুই যুগ ধরে আলমডাঙ্গা উপজেলার রায় লক্ষ্মীপুর গ্রামের দুই পক্ষের মধ্যে জমিজমা সংক্রান্ত চলমান বিরোধ, আপোষ মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি ঘটলো।গতকাল রবিবার দুপুরে আলমডাঙ্গা থানায় বসে উভয় পক্ষের উপস্থিতিতে আলাপ আলোচনার মাধ্যমে এই মীমাংসা করা হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, উপজেলা রায় লক্ষীপুর গ্রামের ১ম পক্ষ -সুফিয়া খাতুন, স্বামীঃ মোঃ নুর আলী গ্রামঃ রায় লক্ষ্মীপুর, ২য় পক্ষ – মোঃ বজলুর রহমান, পিতাঃ মৃত ইলারুদ্দিন, গ্রামঃ রায় লক্ষ্মীপুর ২০০২ সাল থেকে উভয় পক্ষের মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধ চলছিলো।এমতাবস্থায় ১ম পক্ষ চুয়াডাঙ্গার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন ৩২৪/২২ নং মামলা দায়ের করে এবং সেই অনুযায়ী উক্ত দায়েরকৃত মামলায় বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালত গত ইং ২৮/০৯/২০২২ তারিখে যাবতীয় কাগজপত্র বিবেচনা করে দখলীয় প্রতিবেদন প্রদান করে উভয়পক্ষকে নিজ নিজ দখল অনুযায়ী স্ব-স্ব অবস্থানে অবস্থান করার নির্দেশ প্রদান করেন, বিষয়টি বাস্তবায়নের জন্য আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ কে কপি প্রেরণ করা হয়। এই পরিপ্রেক্ষিতে উভয়পক্ষকে থানায় ডেকে এলাকার গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে এই আপোষ মীমাংসা করা হয়। এই মীমাংসায় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত সার্কেল এসপি আনিসুজ্জামান, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম,থানার ওসি তদন্ত অফিসার আব্দুল আলিম , ওসি অপারেশন মোঃ একরামুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, খাসকররা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নুসহ উভয় পক্ষের গণ্যমান্য ব্যক্তিবর্গ। আপোষ- মীমাংসার পর উপস্থিত সকলের উদ্দেশ্যে অতিরিক্ত সার্কেল এসপি আনিসুজ্জামান বলেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতের রায় মেনে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা আপনাদের নাগরিক দায়িত্ব এবং আপনাদের শান্তি ও নিরাপত্তার প্রয়োজনে পুলিশকে আপনারা সব সময় পাশে পাবেন বলে উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন। উভয় পক্ষের উপস্থিত সকলে বিজ্ঞ আদালত ও পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।