চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেকের নেতৃত্বে জীবননগর থানার এসআই(নিঃ) এসএম রায়হান সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানাধীন ইসলামপুর সাকিনস্থ মোঃ আশরাফ আলী (৬৫) এর ইট ভাটার পূর্ব দিকে পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ পারভেজ মিয়া (২১), পিতা-ইরশাদ আলী, ২। মোঃ রানা মিয়া (২২), পিতা-আব্দুর রাজ্জাক, উভয় সাং-মেদিনীপুর, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়কে অদ্য ২৭.১১.২০২২ খ্রিঃ তারিখ সকাল ৯টা ১৫ মিনিটের সময় ৪৬ (ছেচল্লিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।