আলমডাঙ্গায় ৪ দিনব্যাপী গাজী ও মনসা পালা গানের আজ রবিবার শেষ হচ্ছে।জানা গেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌরসভাধীন বন্ডবিলে ২৫ নভেম্বর শুক্রবার বাদ এশা শুরু হয়ে শেষ হয় গতকাল শনিবার দুপুরে।আবার ও দ্বিতীয় দিনে ২৬ নভেম্বর শনিবার বাদ এশা মনসা মঙ্গল পালা গান শুরু হয়ে আজ রবিবার বিকেলে শেষ হবে। পালাগান দুটি আয়োজন করেন বন্ডবিল গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে খায়রুল ইসলাম সাধু। তিনি প্রতি বছরের ন্যায় মান্নতের জন্য এ দুটি অনুষ্ঠান করে থাকেন। অনুষ্ঠানে হাজারো নারী-পুরুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। এদুটি পালা গানে আলমডাঙ্গার বিল্লাল ফকির ও তার দলবল নিয়ে পরিবেশন করেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খায়রুল ইসলাম সাধু,বাবলু মন্ডল, শান্তি মিয়া,আজগর আলী,অপুর্ব, পাগল,ইউনুস মন্ডল, জামাল মন্ডল, জহুরুল মন্ডল, দাউদ মন্ডল,ফয়সাল, ইকতার,সাইফুল,রুকমান,শিক্ষক ও কবি এম জামিরুল ইসলাম খান জামিল,বিশারত,কিতাব ফকির,হাকিম,সেলিম রেজা,তরিকুল মন্ডল,মসলেম মন্ডলসহ হাজারো লোকজন।
এ জাতীয় আরো খবর ....