রাজশাহী নগরীতে ২০৫ পিস ইয়াবা-সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান আরএমপি মিডিয়া মুখপাত্র রফিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃত মতিউর রহমান (৫৫) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া এলাকার মৃত আঃ সামাদের ছেলে।
জানা যায়, গতকাল ২৪ নভেম্বর রাত ৮ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্ব এসআই এএসএম সাইদুজ্জামান ও তার টিম রাজশাহী মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি পরিচালনা করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া এলাকায় এক ব্যক্তি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে।