আলমডাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল দশটার দিকে আলমডাঙ্গা পান্না কমিউনিটি সেন্টারে আনসার ও ভিডিপি সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়নের পরিচালক জেলা কমান্ড্যান্ট তরফদার আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, সহকারী জেলা কমান্ড্যান্ট কামরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান জাহাঙ্গীর হোসেন, ইন্সটেক্টর জামাল হোসেন,আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক শাহজাহান আলী। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম। সাংস্কৃতিক ব্যক্তিত্ব কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভি টিভি প্রশিক্ষক রওশন আরা,চুয়াডাঙ্গা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা চাইনা খাতুন, আনসার ও ভিডিপি ডাউকি ইউনিয়ন দলপতি ওয়ালিউর রহমান, মহিলা আনসার কোম্পানি কমান্ডার শারমিন আক্তার।প্রধান অতিথি বলেন উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার আছে। প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ডে একজন করে ভিডিপি ইউনিয়ন দলনেতা, একজন দলনেত্রী, একজন আনসার কমান্ডার, একজন সহকারি কমান্ডার আছে। উপজেলা কোম্পানি কমান্ডার একজন,সহকারি কোম্পানি কমান্ডার একজন পুরুষ, উপজেলা কোম্পানি কমান্ডার মহিলা একজন, সহকারি কোম্পানি কমান্ডার মহিলা একজন। সর্বমোট ভাতা ভক্ত জনবল ৮২ জন আছে। তাছাড়া প্রত্যেক গ্রামে ৩২ জন জিডিপি সদস্য পুরুষ, ৩২ জন সদস্য মহিলা আছে। তাদের সংখ্যা ৭ হাজার। অস্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সংখ্যা প্রায় ৪৮০ জন আছে।উপজেলা আনসার ও বিজিবি কর্মকর্তা আজিজুল হাকিম বলেন বলেন অত্র উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন নিরাপত্তাসহ অজোপাডিকো ও আর্থিক প্রতিষ্ঠানে মোট ১১ টি কে পি আই আছে। প্রত্যেক গার্ডে আমিও আমার অফিসের কর্মচারীরা নিয়মিত পরিদর্শন করি। আনসার ও বিটিভি সদস্যরা জনগণের জান ও নিরাপত্তা বিষয়ে কাজ করে থাকে।
এ জাতীয় আরো খবর ....