আলমডাঙ্গা গাঙবাড়ী শ্রী শ্রী কালী মন্দির কমিটির মেয়াদ দীর্ঘ ১৪ বছর অতিবাহিত হওয়ায় সর্বসম্মতি ক্রমে ৭সদস্যের আহবাযক কমিটি গঠন। সন্ধা সাড়ে ৭ টার দিকে আলমডাঙ্গা গাঙবাড়ী কালি মন্দির প্রাঙ্গনে হিন্দু সম্প্রদায়ের একটি সভা অনুষ্টিত হয়।কালি মন্দির কমিটির সম্পাদক মহেশ কুমার ভৌতিকার সভাপতিত্বে উপস্থিত ছিলেন,.জেলা পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি সমীর কুমার দে,সহ-সভাপতি প্রশান্ত অধিকারি, আলমডাঙ্গা পুজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ অমল কুমার বিশ্বাস,জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্যপরিষদের যুগ্ম সম্পাদক প্রশান্ত অধিকারি,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্যপরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত,,জেলা পুজা উদযাপন কমিটির সাংগাঠনিক সম্পাদক নয়ন সরকার,বাবু শুসান্ত কুমার সাহা,শুধাংশ ব্যানার্জী,বাদল মজুমদার,লিপন বিশ্বাস,বিদ্যুৎ সাহা,রাজকুমার অধিকারি,প্রশান্ত শিহি,প্রতাপ অধিকারি প্রমুখ।সভায় যুব সমাজের প্রতিনিধি বৃন্দ জোর দাবী তোলে কালী মন্দির কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হোক।সভায় আলোচনান্তে সর্ব সম্মতি ক্রমে বাবু মহেশ কুমার ভৌতিকাকে আহবায়ক,বাবু সমীর কুমার দে,বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত,প্রশান্ত অধিকারি,ডাঃ অমল কুমার বিশ্বাস,শুসান্ত কুমার সাহা ও শুধাংশু ব্যানার্জীকে যুগ্ম আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এ জাতীয় আরো খবর ....