আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ, ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গিবাদ মোকাবেলা, নারী ও শিশু প্রতি সহিংসতা, নিপীড়ন ও বৈষম্যমূলক আচরণ বন্ধে পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রধান অতিথি বিদ্যালয়ে প্রধান গেটে এলে স্কুলের ছাত্রীরা তাকে ফুলের পাপড়ি ছিটিয়ে আভ্যর্থনা জানান এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান শিক্ষক ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিনুল ইসলাম খান। তিনি বলেন, পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আকষ্মিক সফরের মাধ্যমে পাঠদানসহ প্রতিষ্ঠানের বাস্তব অবস্থা পর্যবেক্ষনের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে জন্য সজাগ থাকত হবে। শিক্ষকতা পেশার প্রতি আমার গভীর শ্রদ্ধাবোধ ও ভালোবাসা রয়েছে।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ, থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি নুরুল ইসলাম দীপু, ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি আশরাফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান। বিদ্যালয়ের সাবেক ছাত্রী বিশিষ্ট কন্ঠ শিল্পী অর্পিতা রানী পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রী অভিভাবক প্রদীপ কুমার পাল, প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক হাসিনুর রহমান, শহিদুল আলম, নজরুল ইসলাম, সমীর সাহা, রাম সাহা, মিজানুর রহমান, শামীমা ইয়াসমিন, গুলজানা আরা, কাবেরী সুলতানা। আলোচনা সভা শেষে প্রধান অতিথি দশ জন ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরন করেন। পরে জেলা প্রশাসক আলমডাঙ্গা ভূমি অফিস পরিদর্শন করেন।