আলমডাঙ্গা উপজেলা বিআরডিবি অফিসের উদ্যোগে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত দরিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচির চারা ও বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে বিতরণ সভায় বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিনের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, কুষ্টিয়া বিআরডিবি অফিসের অপ্রধান শস্য বিশেষজ্ঞ এস এম সরোয়ার হোসেন। সহকারী পল্লী উন্নয়ন অফিসার আসাদুজ্জামানের পরিচালনায় উপজেলার বিভিন্ন সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন সমিতির সদস্য নাজনীন নাহার, নূপুর আক্তার, আরিফুল ইসলাম, রেজাউল করিম, আলী কবির, এন্তাজ আহমেদ প্রমুখ। সভা শেষে ৬০ জন সমিতির সদস্যদের মধ্যে মসুরের বীজ ও ফলস গাছের চারা বিতরণ করা হয়।
এ জাতীয় আরো খবর ....