‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ ’ ও ‘শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল’ এই প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বিজয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে স্কুল মাঠ চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টির অভিভাবক কমিটির সভাপতি আলহাজ্ব লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, ভোগনগর ইউপি চেয়ারম্যান রাজিউর রহমান রাজু, উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ সহকারী উপজেলা শিক্ষা অফিসার পরিতোষ চন্দ্র সরকার, ভোগনগর ইউনিয়ন আ.লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান, সাধারণ সম্পাদক হরিপদ রায় ও ৪নং ওয়ার্ড সদস্য সাব্বির হাসান রয়েল। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক শিপলা রানী সরকার।মায়েদের মধ্যে বক্তব্য রাখেন রেহেনা পারভীন। এসময় অত্র প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক/কর্মচারী, এসএমসি এবং পিটিএ কমিটির সদস্যবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। সন্তানের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি মায়ের কাছ থেকেই শুরু হয়, মা হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক। একজন সচেতন শিক্ষিত মা পারেন, একটি সুশিক্ষিত সন্তানের জন্ম দিতে। একজন শিক্ষার্থী তার শ্রেষ্ঠ শিক্ষাটি পেয়ে থাকে তার পরিবার ও প্রাথমিক বিদ্যালয় থেকে। পরবর্তী শিক্ষার যত স্তর রয়েছে, তা জীবন-জীবিকানির্ভর শিক্ষা। তাই একটি শিশুকে প্রাথমিক বিদ্যালয় থেকেই ভবিষ্যতের শ্রেষ্ঠ সন্তান হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য প্রত্যেকটি মাকে এগিয়ে আসতে হবে। পড়ালেখায় মায়েদের আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান।
এ জাতীয় আরো খবর ....