চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-২০২২ উদযাপন উপলক্ষে যান্ত্রিক র্র্যালী ও মহুড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিনের সভাপতিত্বে ও নাচোল ফায়ার সার্ভিসের আয়োজনে আগুন নেভানোর মহুড়া অনুষ্ঠিত হয়।
মহুড়ায় দেখানো হয় যে, বাড়ি ঘরে চুলা বা গ্যাস চুলা কিংবা যে কোন ধরনের আগুন লাগলে কি ভাবে নিভানো যায় সে বিষয়ের উপর অতিথি ও উপস্থিত বৃন্দদের দিয়ে প্র্যাকটিকাল মহুড়া সেখান ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীরা।
এসময় উপস্থিত ছিলেন বিআরডিবি অফিসার হারুন আর রশিদ, প্রোগ্রামার অফিসার আতিকুল ইসলাম, একটি বাড়ি একটি খামারের সমন্বয়কারী হাবিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার ইউসুফ আলী, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূর, তথ্য আপা খাদিজা বেগমসহ অন্যান্যোরা।