দিনাজপুর ডিবি পুলিশের একটি
আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০ বোতল ফেন্সিগ্রিফ
উদ্ধার সহ শাহেদ আলম(৩৫) নামে একজন মাদক কারবারীকে আটক করেছে।এ ব্যাপারে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা সূত্রে জানা যায় ডিবি পুলিশ মঙ্গলবার ১৫ নভেম্বর রাত ৯ টার দিকে উপজেলার কুশদহ ইউনিয়নের আফতাবগঞ্জ বাজারের উত্তর পাশ্বের মাদারপুর (নয়াপাড়া) নামক স্থানে পাকা সড়কের
উপর থেকে মাদারপুর(নয়াপাড়া) গ্রামের সহিদুর রহমানের ছেলে শাহেদ আলমকে
আটকের পর তার নিকট থেকে ৪০ বোতল ফেন্সিগ্রিফ উদ্ধার করে।এ ব্যাপারে রাতেই ডিবি পুলিশের এস আই এস এম আব্দুল আজিজ বাদী হয়ে আটক শাহেদ আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য ফেন্সিগ্রিফ নিজ হেফাজতে রাখার অপরাধ আনয়ন করে একটি
মামলা দায়ের করে ওই মামলায় ডিবি পুলিশ শাহেদ আলমকে গ্রেফতার দেখান। ধৃত অভিযুক্ত ও মামলার আলামত ডিবি পুলিশ হেফাজতে নিয়েছে। মামলার তদন্তকারী অফিসার ডিবি পুলিশের এস আই রওশন সরকার জানান গ্রেফতারকৃত শাহেদ আলমকে বুধবার ১৬ নভেম্বর আদালতে সোপর্দ করা হয়েছে।