দিনাজপুরের নবাবগঞ্জে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।বুধবার ১৬ নভেম্বর সরকারী পাইলট হাইস্কুল মিলনায়তনে ওই মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজা।”উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ”প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার(ভূমি)কামরুজ্জামান সরকার,
ওসি ফেরদৌস ওয়াহিদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিপক কুমার বণিক ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আমির হোসেন উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের ১২টি স্টল বসে।উপজেলা ভূমি অফিসের স্টলে বসে সহকারী কমিশনার(ভূমি) কামরুজ্জামান সরকার ডিজিটাল
পদ্ধতিতে সেবা গ্রহিতাদের সেবা প্রদান করেন।