সোমবার (১৪ নভেম্বর ) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গুড়াভুই এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ হারিস মিয়া(৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।
পুলিশ জানায় , এসআই সালাউদ্দীন মিফতা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে কুলাউড়া উপজেলার ৫ নং ব্রাহ্মণবাজার ইউপি’র পশ্চিম গুড়াভুই গ্রামে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত হারিস মিয়ার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক বলেন, মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের নির্দেশে জেলাকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর।