রাজশাহীতে পদ্মায় নৌকা ডুবির ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সোয়া ৫টার দিকে রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় এই নৌকা ডুবির ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের সোনাইকান্দি এলাকার সুমন আলীর স্ত্রী আসিয়া বেগম (৩৫) ও একই এলাকার আলম হোসেনের স্ত্রী রাশেদা বেগম (৪৫)।
এ বিষয়ে হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল বলেন, সোমবার সকালে তারা খড় কাটতে পদ্মার ওপারের চরে যান। খড় কেটে বিকেলে তারা একটি ছোট নৌকায় বাড়ি ফিরছিলেন। ফেরার পথে নৌকাটি ডুবে যায়। নৌকায় প্রায় ২০ জন যাত্রী ছিল।
রাজশাহী নৌ পুলিশের ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান জানান, ডুবে যাওয়ার সময়ে আনিয়া ও রাশেদা খড়ের নিচে চাপা পড়ে। তবে অন্যরা সাঁতরে পড়ে উঠে যায়। পরে স্থানীয় লোকজন ২ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে লাঁশ দাফনোর জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।