রাজশাহী জেলার পুঠিয়ায় বন্যা খাতুন নামে এক গৃহবধূর (৩০) রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ডাঙাপাড়া গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী। তাকে জানালার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের ডাঙাপাড়া গ্রাম থেকে পুঠিয়া থানা পুলিশ তার লাঁশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, রাতের যে কোন সময় জানালার সাথে গলায় রশি দিয়ে মৃত অবস্থায় বসা ছিলেন বন্যা খাতুন। নিহতের স্বামী নিজাম উদ্দিন জানান, রাতে তিনি কর্মস্থলে ডিউটিতে ছিলেন। সকালে বাড়িতে এসে ঘরে ঢুকলে স্ত্রীকে জানালার সাথে মৃত অবস্থায় দেখতে পান।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাঁশ উদ্ধার করেছি। লাঁশটি ময়নাতদন্তের জন্য (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে আত্মহত্যা না হত্যা সেটা জানা যাবে। নিহতের ভাই রানা বাদী হয়ে ৩ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করলে নিহতের স্বামী নিজাম উদ্দিনকে আটক করি।