‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে আলমডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। সকাল ৯টায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। উদ্বোধন শেষে উপজেলা মঞ্চে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালমুন আহমেদ ডন, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার হাদী জিয়া উদ্দিন আহমেদ সাঈদ, থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আখিঁ, প্রাণীর সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, একাত্তরের অগ্নিসেনা বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন পারভেজ, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ আল মামুন রেজা, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস।
এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় ২৮ টি ডিজিটাল স্টল সরকারি বিভিন্ন দফতর সহ কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, এতে অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। এছাড়াও অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।