যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম এর নির্দেশে ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম এর তত্ত্বাবধানে জেলার আইন-শৃংখলা রক্ষায় কাজ করছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর একাধিক টিম। ইং ১৩ নভেম্বর ২০২২ তারিখ বিকালে পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম হাওলাদার এর নেতৃত্বে একটি টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনাকালে সংবাদ পায় যে, বাহাদুরপুর জেস গার্ডেন পার্কের সামনে কতিপয় কিশোর গ্যাং এর সদস্য হাতে চাকু/ছুরি নিয়ে ছিনতাই/মারামারির জন্য অবস্থান করছে ।
সংবাদ পেয়ে বিকাল ৪ টার সময় অভিযান পরিচালনা করে জেস গার্ডেন পার্কের সামনে থেকে ৪ জন কিশোর গ্যাং এর সদস্যকে ২টি বার্মিজ চাকুসহ হাতে নাতে ধৃত করে। পরে তাদের স্বীকারোক্তিতে আরো অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত ইয়ামিনের বসত বাড়ী থেকে আরো ১টি বার্মিজ চাকু উদ্ধার করে।
এই সংক্রান্তে পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-৫০ তাং-১৪/১১/২০২২ ধারা- আইন-শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ এর ৪/৫ রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানা:
১। মোঃ ইয়ামিন (১৮), পিতা- গোলাম মোস্তফা, মাতা- রেখা, সাং- বাহাদুরপুর মধ্যপাড়া
২। মোঃ জুয়েল (১৮), পিতা- মোঃ ফিরোজ, মাতা- মোছাঃ সুফিয়া, সাং- কারিগরপাড়া,
৩। রাকিবুল ইসলাম (১৮), পিতা- আনোয়ার হোসেন, মাতা- রেশমা খাতুন, সাং-বাহাদুরপুর ( বাশতলা মোড়),
৪। মোঃ তরিকুল ইসলাম (১৮), পিতা- মোঃ মুকুল হোসেন, মাতা- তাসলিমা খাতুন, সাং- বাহাদুরপুর আড়পাড়া, সর্বথানা- কোতয়ালী, জেলা-যশোর
উদ্ধারকৃত আলামতঃ
০৩টি বার্মিজ টিপ চাকু।