আলমডাঙ্গা স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরিতে বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত ইসলামিক বই উপহার দিয়েছেন।
গতকাল সন্ধ্যায় আলমডাঙ্গা স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরিতে বই উপহার উপলক্ষে পরিদর্শন করেন বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত। “এসো আনন্দের সাথে বই পড়ি, স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরি” এই প্রতিপাদ্যকে ধারণ করে আলমডাঙ্গা শহরের হাইরোডের জিস টাওয়ারের (২য় তলায়) অবস্থিত স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরি দীর্ঘদিন ধরে পাঠকদের বিনামূল্যে বই পড়ার চাহিদা পূরণ করে আসছে। শুধু তাই নয় পাঠকেরা বাড়িতে বসেই লাইব্রেরির ফেসবুক পেজে একটা মেসেজ দিলেই বিনামূল্যে বাড়িতে বই পৌঁছে দেয় স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরি। আবার পড়া শেষ হলে ফেরত নিয়ে যাওয়া হয়। এছাড়াও প্রতি শুক্রবারে পাঠকেরা বই নিয়ে আলোচনা বা পাঠচক্র, পত্রিকা আলাপন, কন্ঠশীলণ এর আয়োজন করে। এসমস্ত কার্যক্রমের কথা শুনে স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরি পরিদর্শনে এসেছিলেন আলমডাঙ্গা ক্যানেল পাড়া নিবাসি বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র নাথ দত্ত। সেই সময় তার সাথে ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু। লাইব্রেরির পরিচালনা পরিষদের সদস্য ও পাঠকদের সাথে আলাপচারিতার শেষে তিনি কিছু মূল্যবান বই উপহার দেন লাইব্রেরিতে। এসময়ে লাইব্রেরিতে উপস্থিত ছিলেন লাইব্রেরির পরিচালনা পর্ষদের সদস্য আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক সাঈদ হিরোন, লাইব্রেরিয়ান বাবুল আক্তার, লাইব্রেরির স্বেচ্ছাসেবক ফিরোজ হাসান, মোঃ মিলন উদ্দিন, সাব্বির রহমান ফিরোজ, রাকিব মাহমুদসহ অন্যান্য পাঠকবৃন্দ। সবশেষে তিনি লাইব্রেরিকে আরো সমৃদ্ধি করতে আলমডাঙ্গার সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান—লাইব্রেরিতে আসুন বই পড়ুন, আলোকিত হোন।
এ জাতীয় আরো খবর ....