মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে পারভেজ মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
জানা যায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের টিলা বাজারে বাজারের জন্য নতুন ভবন নির্মাণ কাজ চলছে। এই নির্মাণ কাজ তদারকি করছিলেন কুলাউড়া উপজেলার পশ্চিম ভাগ এলাকার পারভেজ মিয়া (২৫)। নির্মানাধীন ভবনের পাশ্ববর্তী ডালুয়া ছড়া থেকে পানির পাম্পের মেশিন দিয়ে ভবনে পানি দেয়া হতো।
রবিবার (১৩ নবেম্বর) সকাল ১০টায় এলাকাবাসী ডালুয়া ছড়ায় পানির পাম্পসহ যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খবর দেন। ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া খবর জানতে পেরে কমলগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। ঘটনার খবর পেয়ে দুপুর ২টায় কমলগঞ্জ থানার এএসআই পবিত্রের নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারে তৎপরতা শুরু করেছে।
কমলগঞ্জ থানার ওসি(তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অসাবধনতা বশত বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মুত্যু হয়েছে। লাশ উদ্ধার করে আনার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ জাতীয় আরো খবর ....