দিনাজপুরের বীরগঞ্জে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় ইএসডিও বাস্তবায়িত সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) ফুল গ্রেইন চাল এর আওতার ব্যক্তিগত, অগ্নি ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কবিরাজ হাট শাখার ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ব্যক্তিগত, অগ্নি ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ ও আলোচনা সভা ও অগ্নি মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইএসডিও-এসইপি প্রকল্প ব্যবস্থাপক মোঃ আবু বককর সিদ্দিক (আবু), ইএসডিও দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার বাবুল সরকার, প্রকল্পের পরিবেশ অফিসার মোঃ কামরুল ইসলাম। দিনাজপুর ইএসডিও- এসইপি এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অফিসার এম এ কাহার বকুল, কবিরাজ হাট শাখা ব্যবস্থাপক প্রবীর মন্ডল। প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য ও পরিবেশ ও ফুল গ্রেইন চাল নিয়ে বিস্তারিত আলোচনা করেন ইএসডিও-এসইপি প্রকল্প ব্যবস্থাপক মোঃ আবু বকর সিদ্দিক আবু। পরিবেশ উন্নয়ন, পরিবেশ কার্ড, বেজলাইন চেকলিষ্ট ও উদ্যোক্তার অঙ্গীকার ও বাস্তবায়ন, আয় বহির্ভূত সাধারণ কাঠামোগত উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন প্রকল্পের পরিবেশ অফিসার মোঃ কামরুল ইসলাম। প্রশিক্ষণে পরিবেশ ও অগ্নি নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন দিনাজপুর ইএসডিও- এসইপি এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অফিসার এম এ কাহার বকুল। প্রশিক্ষণে কর্মক্ষেত্রের শ্রমিকদের ব্যক্তিগত সুরক্ষা যেমন হেলমেট, গামবুট, চশমা ইত্যাদির ব্যবহারের সুবিধা, অগ্নি নিরাপত্তায় করনীয় এবং নিয়ন্ত্রণের যন্ত্রসমূহ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ক্ষুদ্র উদ্যোক্তাদের কি করণীয় তা সম্পর্কে আলোচনা করা হয়। অগ্নি সুরক্ষা ও অগ্নি সনদ নিয়ে আলোচনা করেন মোঃ আবু বকর সিদ্দিক আবু, প্রকল্প ব্যবস্থাপক ইএসডিও-এসইপি। আলোচনা সভা শেষে অগ্নি মহড়া প্রদর্শন করেন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ আব্দুর রউফ ।