দিনাজপুরের বীরগঞ্জে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) রিভাইভ প্রকল্পের আওতায় উন্নত ও সুরক্ষিত জীবিকায়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহেনা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন দিনাজপুর স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান। এসময় উপজেলা প্রকৌশলী মো. জিবরীল আহম্মদ, সুজালপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, রিভাইভ প্রকল্পের প্রকল্প অফিসার মো. রাজিউর রহমান রাজু ও উপজেলা অফিসার মোছা. মোসলেম খাতুন উপস্থিত ছিলেন। ইএসডিও রিভাইভ প্রকল্পের ১ম দফায়, উন্নত ও সুরক্ষিত জীবিকায়নের (ছাগল ভেরা শুকুর পালন, মাটির জিনিস তৈরী, সেলুন, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা, হাঁস মুরগি-কবুতর পালন, মাছ-সুটকি মাছের ব্যবসা, হকার, সেলাই মেশিন)র জন্য ২শত ৫০ জনকে ৫ হাজার টাকা করে সবমোট ১২ লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা করা হয়।
এ জাতীয় আরো খবর ....