বহুমুখুী মানব কল্যান সংস্থার আয়োজনে ঝিনাইদহ ফ্রি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের আরাপপুরে বহুমুখুী মানব কল্যান সংস্হার কার্যালয়ে দুই মাসব্যাপী এ কোর্সের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আওয়ামী লীগ নেতা জোয়াদ আলী। বহুমুখুী মানব কল্যান সংস্থার ঝিনাইদহ জেলার সাধারণ সম্পাদক বগুড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বহুমুখুী মানব কল্যান সংস্থার ঝিনাইদহ জেলার প্রজেক্ট কো অডিনেটর তাপস কুমার দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জোড়াদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা পলাশ।
বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশকে ডিজিটাল রাস্ট্রে পরিনত করার ঘোষণা দেন। সেই লক্ষে কাজ করে যাচ্ছে সরকার। তাই বেশিরভাগ নারী-পুরুষেরই কম্পিউটার শিক্ষা জরুরি হয়ে পড়েছে। কম্পিউটার না জানলে আগামীতে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়বে।
আপনারা যারা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স করার সুযোগ পেয়েছেন তারা ভাগ্যবান। আপনারা যে সুযোগ পেয়েছেন নিয়মিত ক্লাস করার মাধ্যমে কাজে লাগাবেন।
দুই মাসব্যাপী ফ্রি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে ২ টি ব্যাজে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করছেন। এছাড়া হরিনাকুন্ডু ও শৈলকূপায় ৬টি ব্যাজের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ও ড্রাইভিং কাম অটো মেকানিক্স কোর্সের ক্লাস চলছে।