মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় আহত মাহফুজুর রহমান সাদি চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার ১১ নভেম্বর দিবাগত রাত ২টা ৪০ মিনিটের সময় তিনি মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য গত ৭ নভেম্বর বিকাল ৩ টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার জুগিডর এলাকায় বোরহান ও সাদি মোটরসাইকেলে আসছিলেন। তখন ট্রাফিক পুলিশ তাদেরকে সিগন্যাল দেয়, তারা মোটরসাইকেল নিয়ে সিগনাল অমান্য করে চলে আসতে চাইলে এসময় একটি বাসের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে বোরহানের মৃত্যু হয়, ও গুরুত্বর আহত হন সাদি। পরে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন সাদি।
এদিকে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীসহ একাধিক মানুষের দেওয়া তথ্য মতে জানা যায়, ট্রাফিক পুলিশের ধাওয়া খেয়েই এই দুর্ঘটনাটি ঘটে।কিন্তু পরে একটি সিসি টিভি ফুটেজে দেখা যায় বোরহান ও সাদি মোটরসাইকেলে আসছিলেন। তখন ট্রাফিক পুলিশ তাদেরকে সিগন্যাল দেয়, তারা মোটরসাইকেল নিয়ে সিগনাল অমান্য করে চলে আসতে চাইলেই এই দুর্ঘটনাটি ঘটে।