দামুড়হুদা মডেল থানার দলিয়ারপুর পুলিশ ক্যাম্প কর্তৃক ১০.১১.২২ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের সময় দামুড়হুদা মডেল থানাধীন নতিপোতা ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের জনৈক মোঃ লোকমানের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী মোঃ শামিম হোসেন (২৭), পিতা-মৃত আব্দুর রহিম, সাং-হোগলডাঙ্গা মাঝেরপাড়া, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গাকে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে ধৃত হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে ধৃত আসামী, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের এসআই(নিঃ)/মোঃ মিজানুর রহমান তার নিজ হেফাজতে গ্রহণ করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।