1. admin@crimenews24.net : cn24 :
  2. zpsakib@gmail.com : cnews24 :
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চুয়াডাঙ্গার বিভিন্ন পূজামন্ডপে কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী  সুনামগঞ্জে মডেল জামে মসজিদের ইমামের অপসারণ দাবীতে মুসল্লীয়ানদের মধ্যে উত্তেজনা মৌলভীবাজারে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  ডাঃ রফিকুল হক বাবলুকে স্বাস্থ মন্ত্রনালয়ের অধিন ডেন্টাল কাউন্সিলের সদস্য মনোনিত  ডাবলু সরকার গ্রেফতার বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু সাজাপ্রাপ্ত আসামী আলম নূর আখঞ্জিকে গ্রেফতারের জন্য খুজে বেড়াচ্ছে পুলিশ নড়াইলে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু ট্রলার ডুবে নিহত হানিফের পরিবারের পাশে মোজাম্বিক আস্করিয়া মানবিক ফাউন্ডেশন নড়াইলে সেনাবাহিনীর অভিযানে দেশি- বিদেশি   অস্ত্রসহ গ্রেফতার ৪ 

মৌলভীবাজারে জাতীয় যুব দিবস উদযাপন 

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৬৬ বার নিউজটি পড়া হয়েছে
প্রশিক্ষিত যুবউন্নত দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২২ ।
মঙ্গলবার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় যুব দিবস-২০২২ এর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী বলেন,প্রশিক্ষনের মাধ্যমে যুবসমাজকে শক্তিতে পরিণত করতে কাজ করছে সরকার।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ হাসান রাসেল অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আত্মকর্ম সংস্থানে উজ্জল দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি স্বরূপ ১৫ জন আত্মকর্মী এবং স্বেচ্ছাসেবায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের জন্য ছয় জন যুব সংগঠক অর্থাৎ মোট ২১ জন সফল যুবককে যুব ঋণের চেক,  পুরস্কার ও সনদপত্র  জাতীয় যুব দিবস-২০২২ দেওয়া হয়।
সারাদেশের ন্যায় মৌলভীবাজার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর মৌলভীবাজারের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা,যুব ঋণের চেক,যুব পুরষ্কার ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) তানিয়া সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এ সময় তিনি বলেন,যে কোন দেশের যুব সমাজ সে দেশের সব চেয়ে বড় শক্তি। যুব সমাজের মেধা,সৃজনশীলতা,সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই গড়ে উঠে একটি জাতির অর্থনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক পরিমন্ডল। যুব সমাজের মধ্যে মানবিক ও নৈতিক মূল্যবোধের বিকাশ ও চর্চার সম্প্রসারন করতে হবে যেন অশিক্ষা,অপশিক্ষা,কুসংস্কার ও ভ্রান্ত ধারনা বিপথগামী হওয়া থেকে তারা রক্ষা পায়।
এ জন্য তাদের সৃজনশীল তাকে সুরক্ষা দিতে হবে,উৎসাহী করতে হবে জ্ঞান চর্চায়।
জেলা শিশু বিষয় ককর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল হক,অতিরিক্ত পুলিশ সুপার হাসান মো: নাছের রিকাবদার,সিভিল সার্জন ডা: চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন,জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: মিজানুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন যুব প্রতিনিধি টি এম আলমগীর,যুব সংগঠকের নির্বাহী পরিচালক মুন্না দেব রায়।
আলোচনা সভা শেষে যুব ঋণের চেক,যুব পুরষ্কার ও সনদপত্র বিতরণ করেন অতিথিরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2022 crimenews24.net
Design & Developed By : Anamul Rasel