সিলেটের ওসমানী নগর থেকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাহেদ মিয়া (২৮) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ৩১ অক্টোবর দিবাগত রাতে মৌলভীবাজার সদর মডেল থানাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইফতেখার ইসলাম, এএসআই মোশাহিদ কামাল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের ওসমানীনগর উপজেলার লামা-তাজপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামি সাহেদ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হন ।
গ্রেফতারকৃত সাহেদ মিয়া মৌলভীবাজার সদর উপজেলার হামরকোনা গ্রামের এবাদ মিয়ার ছেলে। জিআর-১৫০/২০ (সদর) মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত হয়ে তিনি এতোদিন পলাতক ছিলেন।