কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই স্লোগানে আলমডাঙ্গায় পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২২। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় আলমডাঙ্গা থানার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে এসে শেষ হয়। থানা চত্বরে অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদের গণূ। প্রধান বক্তা ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা পুলিশিং কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, ওসি (তদন্ত) আব্দুল আলিম, ওসি (অপারেশন) একরামুল হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, খাসকররা ইউপি চেয়ারম্যান তাফসির আহমেদ লাল মল্লিক, কালিদাসপুর চেয়ারম্যান আশাদুল হক মিকা, ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম, বেলগাছি ইউপি চেয়ারম্যান হাজী মাহমুদুল হাসান চঞ্চল, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাক্তার অমল কুমার বিশ্বাস। থানার সেকেন্ড অফিসার এসআই আমিনুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন বণিক সমিতির কোষাধ্যক্ষ আলাউদ্দিন, খাসকররা ইউপির সাবেক চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু,পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি কালু ঘোষ,ডাউকি ইউনিয়নের পুলিশিং কমিটির আহ্বায়ক আনিসুর রহমান। তা ছাড়াও উপস্থিত ছিলেন থানার বিভিন্ন ক্যাম্পের আইসি এসআই মনির উদ্দিন, এসআই তৌকির আহমেদ, এস আই বাবুল ইসলাম, এসআই সালাউদ্দিন, এস আই দেবাশীষ মহলদার, এস আই রুশিয়া খাতুন, এ এস আই শেফালী খাতুন, আওয়ামী লীগ নেতা বিল্লাল গনি, হাফিজুর রহমান। অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশ এগিয়ে যাচ্ছে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নানাভাবে চেষ্টা করে। সেই সঙ্গে বাংলাদেশ পুলিশকে সহায়তা করছে কমিউনিটি পুলিশ। আমাদের যারা সম্মানিত জনগণ রয়েছেন আপনারা সকলেই কিন্তু কমিউনিটি পুলিশের অংশ। আর এজন্য বলতে চাই, সমাজ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে আমাদেরই দায়িত্ব নিতে হবে।