রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হেরোইন সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ওসি ডিবি মোঃ আব্দুল হাই, পিপিএম এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ ইনামুল ইসলাম সহ সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় ইং-২৮ অক্টোবর ১৯.৩০ ঘটিকায় গোদাগাড়ী থানাধীন মাদারপুর মাওলানাগেট গ্রামস্থ জনৈক মোঃ আঃ রাজ্জাক, পিতা- মৃত মুনসুর রহমান এর ঔষধের দোকানের সামনে রেলগেট হতে মাওলানাগেট গামী পাকা রাস্তার উপর মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের জন্য অবস্থান করাকালে ধৃত আসামী ১। মোঃ ওয়াদুদ আলী (২৫), পিতা- মোঃ খোরশেদ আলী, মাতা- মোসাঃ মাসতারা বেগম, সাং- মাদারপুর, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহীকে ১০০ (একশত) গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।