পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে গতিশীল করার লক্ষে “কমিউনিটি পুলিশিংয়ের মুলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
শনিবার সকালে শহরের পৌর জনমিলন কেন্দ্রে জেলা পুলিশের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বর্ণালী দাশ, জেলা কমিউনিউটি পুলিশিংয়ের সভাপতি এডভোকেট শান্তিপদ ঘোষ।
বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ ও সুজিত চন্দ্র দাশ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন স্তরের নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে পুলিশ-জনগণের অংশগ্রহণে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।