মৌলভীবাজারের কমলগঞ্জে ৫শ গ্রাম গাঁজাসহ জহির মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ৷
শনিবার(২৯ অক্টোবর) দুপুরে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখ থেকে তাকে গ্রেফতার করা হয়।
কমলগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুর রহমান, এএসআই মোঃ মনিরুল ইসলাম ও জুনায়েদ আহমেদসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জহির মিয়াকে আটক করতে সক্ষম হন। এ সময় তার সাথে থাকা ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।